ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬
KalerSomoy

আমতলীতে ফার্মেসী সমিতির নামে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ

Publish : 02:28 AM, 28 December 2025.
আমতলীতে ফার্মেসী সমিতির নামে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ

বরগুনা (জেলা) প্রতিনিধি :

বরগুনার আমতলী উপজেলায় সদ্য নির্বাচিত ফার্মেসী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সিল ব্যবহার করে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে বাধ্যতামূলক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন আবদুল্লাহ মেডিকেলের সাথে সংশ্লিষ্ট ‘রাসেল’ নামের এক ব্যক্তি বিভিন্ন ঔষধ কোম্পানির শীর্ষ ৩০ জন প্রতিনিধির কাছে একই ধরনের চিঠি পাঠিয়ে চাঁদা দাবি করেছেন।

চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আমতলীর বাজার এলাকায় কাজ করতে হলে এই চাঁদা দেওয়া বাধ্যতামূলক। তবে চিঠিতে চাঁদার নির্দিষ্ট পরিমাণ লেখা হয়নি। অভিযোগ অনুযায়ী, চাঁদার অঙ্ক ছোট কাগজে আলাদা করে লিখে দিয়েছেন রাসেল নিজেই। একেক কোম্পানির কাছে একেক রকম অঙ্ক দাবি করা হয়েছে। সূত্র জানায়, সর্বনিম্ন চাঁদার পরিমাণ ৩০থেকে ৩৫ হাজার টাকা হলেও টপ ১০ ও টপ ২০ কোম্পানির কাছে চাঁদার অঙ্ক আরও অনেক বেশি হতে পারে।

চিঠির ভাষা ও ধরনে এক ধরনের ভীতিকর ইঙ্গিত ছিল বলে দাবি করেছেন একাধিক প্রতিনিধি। এতে তারা মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই মনে করছেন, চিঠিতে টাকার অঙ্ক উল্লেখ না করার পেছনে চাপ ও ভয় তৈরির কৌশল কাজ করেছে।

অভিযোগ রয়েছে,রাসেলের প্রভাব অতীতেও ছিল ব্যাপক। আওয়ামী লীগ সরকারের আমলেও তার দাপট ছিল তুঙ্গে। বর্তমানে কেউ প্রতিবাদ করলে বা বিষয়টি জানাজানি হলে ফার্মেসী সমিতির ক্ষমতা ব্যবহার করে কোম্পানির অর্ডার ও বিল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ঔষধ কোম্পানির প্রতিনিধিরা জানান, তারা হালাল রুজির জন্য দিনরাত পরিশ্রম করেন। পরিবার-পরিজন নিয়ে কষ্টের জীবনযাপন করে যে আয় করেন, সেই টাকা থেকে জোরপূর্বক চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। অথচ প্রতি বছর কোম্পানির প্রতিনিধিদের অর্থায়নেই ফার্মেসী সমিতির লোকজন পিকনিকে যান। দাবি যদি যৌক্তিক ও স্বেচ্ছাসেবী হতো,তবে অনেকেই সহযোগিতা করতে আপত্তি করতেন না।

আরও অভিযোগ উঠেছে, জোর করে আদায় করা এই অর্থ দিয়ে তারা শিকদার রিসোর্টে ভ্রমণের পরিকল্পনা করছেন। এতে প্রশ্ন উঠেছে—এত কষ্ট করে উপার্জিত অর্থ এভাবে জোরপূর্বক নেওয়ার সাহস তারা কীভাবে পায়।

এমতাবস্থায় আমতলীর ঔষধ কোম্পানির প্রতিনিধিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। তারা চান, ফার্মেসী সমিতির নামে চলমান এই চাঁদাবাজি বন্ধ হোক এবং তারা যেন নিরাপদে, স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি