ঠংপাড়া কাঠ বাজার এলাকায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ উঠেছে
বরগুনার তালতলী উপজেলার ঠংপাড়া কাঠ বাজার এলাকায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ওই দম্পতি প্রকাশ্যেই ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠ বাজার এলাকার সামনে একটি চায়ের দোকানে বসে অভিযুক্ত ব্যক্তির স্ত্রী খাদিজা বিভিন্ন ক্রেতার কাছে ইয়াবা সরবরাহ করেন। একই সময়ে তার স্বামী জলিল বাজারের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে মাদক বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, ঠংপাড়া এলাকার বাধঘাট, বটতলা স্কুলের সামনের স্থানসহ আশপাশের বিভিন্ন এলাকায় লুকিয়ে লুকিয়ে কিশোর ও তরুণদের কাছে ইয়াবা বিক্রি করা হচ্ছে। এতে করে স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও যুবসমাজ মাদকের ঝুঁকিতে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, জলিল মাঝে মাঝেই নিজেকে প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেন এবং প্রশাসনের লোক হিসেবে কাজ করেন এমন দাবি করেন। এ ধরনের বক্তব্যে এলাকায় ভয় ও বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে জানান বাসিন্দারা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় ইউপি সদস্য বলেন,এই দুই স্বামী-স্ত্রীর কারণে এলাকাটা একেবারে ধ্বংস হয়ে গেছে। প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মাদক কারবারের বিষয়ে নির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news