ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫
KalerSomoy

তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট

Publish : 06:03 AM, 14 December 2025.
তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট

তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম, টাকামোবাইল লুট

বরিশাল প্রতিনিধি: :

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর গ্রামে রাতে দুর্বৃত্তদের ধান কাটার ঘটনায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজনসহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পাশাপাশি নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার  রাতের আধারে একদল দুর্বৃত্ত আলীর বন্দর গ্রামের একটি জমিতে ধান কাটছিল। বিষয়টি জানতে পেরে জমির মালিক মো. ছিদ্দিক দফাদার তাঁর ছেলে আবু সালেহ ও পুত্রবধূ মোসা লিপি বেগমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ছিদ্দিক দফাদার, তাঁর ছেলে ও পুত্রবধূকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

তাদের চিৎকার শুনে ছিদ্দিক দফাদারের ভাতিজা মো. বাহাউদ্দীন ঘটনাস্থলে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এ সময় বাহাউদ্দীনের কাছ থেকে বন্ধক রাখা জিনিসের বিপরীতে থাকা ১ লাখ ২০ হাজার টাকা, একটি স্মার্টফোন এবং টাকার সঙ্গে থাকা কাগজপত্র (মেমো) ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

এ ছাড়া ছিদ্দিক দফাদারের কাছ থেকে ৭০ হাজার টাকা এবং মোসা লিপি বেগমের কানের দুলসহ দুটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল ফোন নিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি শিরোনাম গরমে তালশাঁস খাওয়ার উপকারিতা জেনে নিন