ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬
KalerSomoy

পটুয়াখালীতে কলেজ শিক্ষার্থী সিয়াম হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তার

Publish : 05:57 AM, 24 December 2025.
পটুয়াখালীতে কলেজ শিক্ষার্থী সিয়াম হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তার

পটুয়াখালী জেলা প্রতিনিধি। :

পটুয়াখালীর মির্জাগঞ্জে কলেজ শিক্ষার্থী সাইমন ইসলাম সিয়াম (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত অভিযানে নেমে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নিহত সিয়াম ঢাকার রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে মির্জাগঞ্জ থানাধীন সুবিদখালী সরকারি কলেজের পাশের বালুর মাঠে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিয়াম গত ১৮ ডিসেম্বর ঢাকার বাসা থেকে পটুয়াখালীর মাদারবুনিয়ায় তার নানাবাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটে সে তার খালাত ভাই আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশে বালুর মাঠে ঘুরতে গেলে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে দুর্বৃত্তরা লাঠি দিয়ে সিয়ামের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় অভিযুক্তরা নিজেদের মোটরসাইকেলে করে সিয়ামকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। বিকেল ৩টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিয়ামের খালাত ভাইও আহত হন এবং বর্তমানে তিনি শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই র‍্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। পরে ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান দুই অভিযুক্ত— মো. রাইয়ান ও মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানাধীন এলাকায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। র‍্যাব জানিয়েছে, এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি